আইসক্রিমের লোভ দেখিয়ে শিশু অপহরণের সময় যুবক আটক

|

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে জিসান নামের প্রথম শ্রেণি পড়ুয়া জিসান ইসলাম(৭) এক স্কুল ছাত্রকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ফয়সাল হোসেন (২৫) নামে এক অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ সোমবার দুপুর ১টার দিকে মিরপুর উপজেলার কাতলামারী বাজার এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা।

জিসান মিরপুর উপজেলার কাতলামারী গ্রামের আশিকুল ইসলামের ছেলে এবং কাতলামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। আটকৃত অপহরণকারীর নাম ফয়সাল। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ফেরো আলী নামে এক ব্যক্তি জানান, স্কুল ছুটির পর জিসানের সহপাঠী বাশার ও নাসিম বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে অপহরণকারী ফয়সাল আইসক্রিম দেওয়ার নামে জিসানকে নিয়ে বাসে উঠতে যায়। এসময় জিসানের সহপাঠী নাসিম ও বাশার চিৎকার দিয়ে আশেপাশের লোকজনকে ডাকলে আমরা ছুটে গিয়ে ফয়সালকে আটক করি এবং জিসানকে উদ্ধার করি। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ফয়সালকে আটক করে।

স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের এএসআই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে অপহরণের চেষ্টার অভিযোগে ফয়সাল নামের ঐ যুবককে আটক করে মিরপুর থানায় নেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply