বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থেকেই দুঃসংবাদ শুনতে হচ্ছে টাইগারদের। দলের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরিতে। চোটের কারণে ভারতের বিপক্ষে তার খেলা অনিশ্চিত।
মঙ্গলবার গণমাধ্যমকে জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, চোটের কারণে ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা অনিশ্চিত।
সোমবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় কাফ মাসলে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সেই চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করে গুরুত্বপূর্ণ সময়ে ৩৮ বলে ২৭ রান করেছিলেন তিনি। চোটের কারণে আফগানদের বিপক্ষে ফিল্ডিং করতে পারেননি রিয়াদ।
বাংলাদেশের ফিজিও থিলান চন্দ্রমোহন জানিয়েছেন, কাফ মাসলে চোট পেয়েছ মাহমুদউল্লাহ। আগামী কয়েক দিন সে বিশেষ পর্যবেক্ষণে থাকবে।
মিডল অর্ডার মাহমুদউল্লাহর ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ৪৬ রান করেছিলন রিয়াদ। সেই ম্যাচে দাপুটে জয় পায় টাইগাররা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলে ৬৯ রান করেছিলেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা রিয়াদ চোটাক্রান্ত। ভারতের বিপক্ষে তার সার্ভিস পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। সবশেষ সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বর পজিশনে থাকা বাংলাদেশ স্বপ্ন দেখছে বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলার।
Leave a reply