Site icon Jamuna Television

রূপগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য বিউটি বেগম কুট্টিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তি এলাকায় এই ঘটনা ঘটে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো আজও ভোরে হাটতে বের হন বিউটি বেগম। চনপাড়া বস্তির পাশের রাস্তায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আওয়ামী লীগ নেত্রী বিউটি বেগমের।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পরিবারের দাবি প্রতিপক্ষ বিউটি বেগমকে হত্যা করেছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করে সে সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ।

Exit mobile version