Site icon Jamuna Television

মানবাধিকার লঙ্ঘন ধামাচাপা দিতে রাখাইনে ইন্টারনেট সংযোগ বন্ধ, উদ্বিগ্ন জাতিসংঘ

মিয়ানমার সরকারের নির্দেশে, রাখাইনের আটটি শহরসহ দু’রাজ্যের মোট নয় শহরে ছয়দিন ধরে বন্ধ আছে ইন্টারনেট সংযোগ। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি ধামাচাপা দিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

জানা গেছে, এই মুহূর্তে এলাকাগুলোতে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কঠোরভাবে সীমিত রাখা হয়েছে মানবাধিকার গোষ্ঠিগুলোর কাজের ক্ষেত্র।

এভাবে ঘোষণা দিয়ে মিডিয়া ব্ল্যাকআউটের ঘটনা মিয়ানমারে এটাই প্রথম। গত শুক্রবার এ নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

এই এলাকাগুলোতেই কয়েক বছর ধরে রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগ রয়েছে মিয়ানমার সরকারের বিরুদ্ধে।

অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বর্তমানে রাখাইনে বৃহত্তর স্বায়ত্তশাসনের লক্ষ্যে তৎপর সশস্ত্র বৌদ্ধ আদিবাসী গোষ্ঠি- আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে মিয়ানমার সেনাবাহিনী।

Exit mobile version