Site icon Jamuna Television

তলব নয় তদন্তের কাজে সহযোগিতার জন্য সাংবাদিককে ডাকা হয়েছে: দুদক চেয়ারম্যান

তলব নয় তদন্তের কাজে সহযোগিতার জন্য ২ সাংবাদিককে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সকালে ধানমন্ডিতে মাদক বিরোধী এক মানববন্ধনে অংশ নেন দুদক চেয়ারম্যান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, চিঠিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে উল্লেখিত বিষয়টি শুধুমাত্র চিঠির একটি ফরম্যাট যা চিঠির ভাষামাত্র। তবে এই ফরম্যাটের কোন ব্যতয় ঘটে থাকলে কমিশনের কাছে আসলে কমিশন ব্যবস্থা নেবে। এরআগে সাংবাদিক দিপু সারোয়ার ও ইমরান হোসেন সুমনকে তলব করে দুর্নীতি দমন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয় উল্লেখিত দিনে হাজির না হলে আইনানুগ কার্যধারা গৃহীত হবে।

Exit mobile version