মিস ইউনিভার্সের খেতাব পেলেন দক্ষিণ আফ্রিকার নেল পিটার্স

|

মিস ইউনিভার্স-২০১৭ খেতাব জিতলেন দক্ষিণ আফ্রিকার নেল পিটার্স। রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৯১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হন ২২ বছর বয়সী পিটার্স।

নেইল পিটার্স এর জন্ম ১৯৯৫ সালে। মডেলিং এর মাধ্যমে গ্লামার জগতে পা রেখেন তিনি। এর আগে মিস সাউথ আফ্রিকা খেতাবও জয় করেন পিটার্স। এ বছর একই সাথে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স দুই প্রতিযোগিতায়ই দক্ষিণ আফ্রিকার হয়ে লড়ার টিকেট পান তিনি। তবে দুটি প্রতিযোগিতায়ই প্রায় একই সময় অনুষ্ঠিত হওয়ায় মিস ইউনিভার্সেই মঞ্চে হাঁটার ব্যাপারেই তাকে সবুজ সংকেত দেয় দেশটির সরকার। মুকুট জয়ের আগে বুদ্ধিমত্তা, সৌন্দর্য এবং শোবিজ বিষয়ক বিচারকদের ধারাবাহিক প্রশ্নোত্তরের মুখোমুখি হতে হয় পিটার্সকে। ১৯৭৮ সালের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার কোন প্রতিযোগী এই খেতাব জিতলেন। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন কলম্বিয়ার লরা গঞ্জালেস এবং জ্যামাইকার ডেভিনা বেনেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply