জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে। এর উপলক্ষে ২১ জুন শুক্রবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী মুখ্য সচিব মো:নজিবুর এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জেল এর সাবেক মহাপরির্দক মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন আহমদ, সরকারের অতিরিক্ত সচিব শেখ মো: শামীম ইকবাল, অতিরিক্ত সচিব এহছানে এলাহী, যুগ্ম-সচিব জাফর রাজা চৌধুরী, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আখলাকুল আম্বিয়া, বিজিআইসি’র ডিএমডি চৌধুরী মো: আবু সাঈদ ও ফারাবি রহমান।
মতবিনিময় সভায় সর্বসম্মতি ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবুর রহমানকে সভাপতি ও সিলেট রত্ন ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা ও মহাসচিব, বাংলা টাইমসের প্রধান সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়
।কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা: মামুন আল মাহতাব (স্বপ্নীল), সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক মো: এহছানে এলাহী, সাংগঠনিক সম্পাদক আখলাকুল আম্বিয়া,উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক শেখ মো: শামীম ইকবাল, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফারাবী রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার, নির্বাহী সদস্য যথাক্রমে ডা: সামন্ত লাল সেন, সি এম তোফায়েল সামী, জাফর রাজা চৌধুরী, ইশতিয়াক আহমদ চৌধুরী, চৌধুরী মো: আবু সাঈদ ও মো: জিল্লুর রহমান পাবেল।
সভায় আগামী ১০ জুলাই মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী’র মৃত্যু বার্ষিকী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a reply