মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে না পারলে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বিকালে জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় আসেনি। এ জন্য বাস্তচ্যুত রোহিঙ্গারা অসন্তুষ্টিতে ভুগছেন । রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন দিলেও মিয়ানমার সরকার সহযোগীতে করছে না বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জানান প্রধানমন্ত্রী।
Leave a reply