Site icon Jamuna Television

সাংবাদিককে দেয়া তলবি চিঠি প্রত্যাহারে দাবিতে দুদক কার্যালযের সামনে মানববন্ধন

দুই সাংবাদিককে দেয়া তলবি চিঠি প্রত্যাহারে দাবিতে সেগুনবাগিচায় দুদক কার্যালযের সামনে আজও বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা।

সকালে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন- ক্র্যাবে’র মানববন্ধনে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভাট্টাচার্য বলেন, দুই সাংবাদিককে দেয়া চিঠির কার্যকারিতা ২৬ জুন শেষ হয়ে গেছে। চিঠি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
তবে ক্র্যাবের প্রেসিডেন্ট আবুল খায়ের বলেন, চিঠির কার্যকারিতা শেষ হয়নি; এটি প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দুদক তার কর্মকর্তাদের ঘুষ লেনদেনের বিষয়টি ধামাচাপা দিতেই বাধা সৃষ্টি করছে।

Exit mobile version