ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছেন টাইগাররা। ধারাবাহিক পারফরম্যান্সের ওপর ভর করে বৈশ্বিক এ আসনে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মাশরাফী-সাকিব-মুশফিকরা। সেই স্বপ্ন কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে সামনের দুটি ম্যাচ জিততেই হবে। ম্যাচ দুটিতে টাইগারদের প্রতিপক্ষ এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। এই দুটি দলই অসাধারণ খেলছে বিশ্বকাপে। তাই সেমিফাইনালের আগে এই দুটি ম্যাচকে ফাইনাল বলে উল্লেখ করেছেন মাশরাফী।
বাংলাদেশের অষ্টম ম্যাচ ২ জুলাই, প্রতিপক্ষ ভারত। আর ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা।
এ দুটি ম্যাচ নিয়ে অধিনায়ক মাশরাফী বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ‘এখন ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো গতি নেই। শুধু তাই নয়, সেমিফাইনালে খেলতে হলে পরের দুটি ম্যাচ আমাদের অবশ্যই জিততে হবে। আমাদের কাছে দুটি ম্যাচই সেমিফাইনাল-ফাইনাল।’
বৈশ্বিক আসরে বাংলাদেশ সাত ম্যাচ খেলে এখন সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। বাংলাদেশ গ্রুপপর্বে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের বড় ক্ষতি হয়ে গেছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দেয়ায় বাংলাদেশের কিছুটা সুবিধা হয়েছে।
জটিল সমীকরণের মাঝে বাংলাদেশকে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে হলে আগামী ম্যাচে ভারতের বিপক্ষে জিততেই হবে। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বলেন, ‘ভারত আমাদের চেয়ে কতটুকু এগিয়ে রয়েছে বা আমরা কতটুকু পিছিয়ে আছি, সেটি ভাবার সুযোগ নেই। আমাদের টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয় পেতেই হবে।’
ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ক্রিকেটাররা যেমন আত্মপ্রত্যয়ী, তেমনি দর্শকরাও আশাবাদী। দেশের নিযুত ক্রিকেটভক্তের চাওয়া এই দুটি দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে লাল-সবুজের দল।
Leave a reply