নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.
সান্তাহার জংশন থেকে নওগাঁ ও নজিপুর হয়ে রাজশাহীর রহনপুর পর্যন্ত রেলপথ প্রকল্প বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা।
সকালে নওগাঁর মুক্তির মোড়ে প্রধান সড়কের পাশে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের ব্যানারে মানববন্ধন পালন করে। মানববন্ধনে নওগাঁ ও শান্তাহারের সর্স্তরের মানুষ অংশ নেন।
আন্দোলনকারীরা বক্তব্যে বলেন- ১৯১০ সালে সার্ভে করে নওগাঁয় ৯৯ কিলোমিটার রেলপথ স্থাপনের পরিকল্পনা করে রেলওয়ে কর্তপক্ষ। এর পর বেশ কিছু অগ্রগতি হলেও পরবর্তীতে প্রকল্পের কাজ থেমে যায়। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রধান নওগাঁ ও পার্শবর্তী এলাকার ব্যাপক উন্নয়ন হবে।
তাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
Leave a reply