বগুড়ার ধুনটে পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীদের মাথার চুল কেটে দিয়েছেন দুই শিক্ষক। শিক্ষকদের এমন আচরণে পরীক্ষা বর্জন করেছে বিক্ষুদ্ধ ছাত্ররা।
ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, শনিবার পরীক্ষা শুরুর আধাঘণ্টা পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন ও রিক্তা আক্তার শ্রেণিকক্ষে ঢুকেই চুল বড় রাখার জন্য তাদের বকাঝকা করেন। একপর্যায়ে তারা কাঁচি দিয়ে দুই ক্লাশের অন্তত ৫০ ছাত্রের মাথার চুল এবড়োথেবড়ো করে কেটে দেন। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বাড়ি ফিরে যায়। অবশ্য রোববার তারা পরীক্ষার হলে ফিরেছে।
সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন দাবি করেছেন, নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসে না। ক্লাসে আসে না। বারবার বলার পরও দীর্ঘদিন ধরে তারা মাথার চুল কাটে নি। তাই পরীক্ষার হলেই তাদের চুল কেটে দেয়া হয়েছে।
ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ্ জানান, পরীক্ষার সময় এভাবে মাথার চুল কেটে দেয়ার ঘটনা দুঃখজনক। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply