আফগানিস্তানের কাবুলে কূটনৈতিক এলাকায় তালেবানের হামলায় শিশুসহ প্রাণ গেছে অন্তত ১০ জনের। সোমবারের এই ঘটনায় আহত হন অর্ধশতআধিক মানুষ।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাসের পাশে এই হামলার ঘটনা ঘটে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেসামরিক নাগরিক হতাহত হন।
আহতদেরকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মঘাতি হামলাকারী গ্রিনজোন খ্যাত সুরক্ষিত এলাকার প্রথমদফা নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়।
হামলার পর এ দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান।
Leave a reply