টাইব্রেকারে প্রথম শট তিনিই নিয়েছিলেন। পেরুর বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে লুইস সুয়ারেজের প্রথম শট এতটাই দুর্বল ছিল যে, সেটা ধরতে কোনো বেগই পেতে হয়নি পেরুর গোলরক্ষক পেদ্রো গেলেসকে।
বার্সা তারকার ব্যর্থতার মাশুল দিতে হল উরুগুয়েকে, টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে মহাদেশীয় এ টুর্নামেন্টে এখন তারা দর্শক। পেরু সেমিফাইনালে খেলবে চিলির বিরুদ্ধে। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দু’দল ব্রাজিল-আর্জেন্টিনা।
সুয়ারেজের ব্যর্থতার পর তাকে সান্ত্বনা দিয়েছেন তারই একসময়ের বার্সা সতীর্থ নেইমার। ম্যাচের পর সুয়ারেজকে সান্ত্বনা দিয়ে এক বার্তা পাঠিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার প্রথমে ক্ষুদেবার্তা এবং পরে অন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন সুয়ারেজকে।
বার্তায় নেইমার লিখেছেন, ‘মাথা উঁচু করো। তুমি অনেক বিখ্যাত, ব্রাদার! আমি তোমাকে ভালোবাসি।’ উরুগুয়ের বিদায় মানেই সুয়ারেজের আন্তর্জাতিক প্রতিযোগিতায় কিছু দেখানোর প্রতিশ্রুতি আপাতত শেষ। তাকে এখন বিশ্রাম নিতে হবে। অপেক্ষা করতে হবে নতুন মৌসুমের জন্য।
Leave a reply