অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুণ সুসংবাদ নিয়ে এসেছে ব্রাউজিং এপ্লিকেশন প্লাটফর্ম মজিলা কর্পোরেশন।
<‘ফায়ারফক্স প্রিভিউ’ নামে অ্যান্ড্রয়েডে নতুন একটি ব্রাউজার এনেছে মজিলা। পূর্ববর্তী ব্রাউজার অপেক্ষা দ্বিগুণ দ্রুত কাজ করতে সক্ষম এ ফায়ারফক্স প্রিভিউ বলে দাবি করেছেন ডেভেলপাররা।
গতি বাড়াতে নতুন এই ব্রাউজারের ডিজাইন খুব সাধারণ রাখা হয়েছে। চোখের ক্ষতি কমাতে ও ব্যাটারি সাশ্রয় করতে এতে ডার্ক মোড ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া ইন্টারনেট ব্যবহার নিরাপদ করতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ব্রাউজারটিতে।
এড়ানো যাবে তৃতীয় পক্ষের অযাচিত নজরদারি। এই লিংকে (https://play.google.com/store/apps/detailsid=org.mozilla.fenix) ক্লিক করে অ্যাপটি ইন্সটল করে যাবে।
Leave a reply