লক্ষ্মীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

|

লক্ষ্মীপুর প্রতিনিধি :

সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রথা চালুর দাবীতে কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সোমবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার প্রাঙ্গণে পৌর সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দুই দিন ব্যাপী এ কর্মসূচি জেলার রায়পুর, রামগঞ্জ ও রামগতি পৌর সভায় পালন করা হচ্ছে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার প্রাঙ্গণে কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর সার্ভিস এসোসিয়েশনের জেলা সভাপতি প্রকৌশলী একে এম শামছুদ্দীন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার সচিব আলাউদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার সভাপতি প্রকৌশলী শামছুল আলম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সচিব আলাউদ্দিন, মো: শাহজাহান, আজাদ হোসেন, মাকসুদুর রহমান, জসিম উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশন প্রদান করতে হবে। রাষ্ট্রীয় কোষাগার হতে অন্যান্য সুবিধা দিতে হবে। এছাড়া তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply