রূপপুরে বালিশ কিনতে অতিরিক্ত টাকা কেন, হাইকোর্টের রুল

|

রূপপুরে বালিশ ও আসবাবপত্র ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা কেন খরচ করা হয়েছে তা জানতে চেয়েছেন আদালত।

আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। সেই সাথে গণপূর্ত মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কর্মকর্তাদের জন্য নির্মিত গ্রীনসিটি আবাসন পল্লীর বিছানা, বালিশ, আসবার পত্র অস্বাভাবিক মূল্যে কেনা ও তা ভবনে তোলার ঘটনার বিষয়ে এই নির্দেশনা দিয়েছেন আদালত। গ্রিণ সিটিতে সরঞ্জাম কেনা ও ভবনে ওঠানো বাবদ মোট খরচ দেখানো হয়, প্রায় ২৬ কোটি টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply