সরকারকে গ্যাসের দাম পুনঃবিবেচনার দাবি জানিয়েছে ১৪ দল

|

১৪ দলের পক্ষ থেকে সরকারকে গ্যাসের দাম পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সকালে ১৪ দলের নিয়মিত সভা শেষে তিনি এ কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রীর চীন সফরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে চাপ সৃষ্টি, গ্যাসের দাম সহনীয় রাখা ও পুনঃবিবেচনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ওর্য়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গ্যাসের দাম বৃদ্ধি ১৪ দল সমর্থন করে না এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ক্রসফায়ার সমাধান নয়। ১৪ দলের অন্যান্য নেতারাও গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply