আজ বেইজিংয়ে নাগরিক সংবর্ধনা পাবেন প্রধানমন্ত্রী

|

চীন সফরের দ্বিতীয় দিনে আজ বেইজিংয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সেখানে এক নাগরিক সংবর্ধনা ও নৈশভোজে অংশ নেবেন।

এর আগে, গতকাল ডালিয়ানে- ওল্ড ইকোনমিক ফোরাম-(ডব্লিউইএফ) সম্মেলনের প্যানেল আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশের অর্তনৈতিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, যেকোন সময়ের চেয়ে বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা। ক্ষুদ্র জনগোষ্ঠী ও দুর্বল অর্থনীতিকে মাথায় রেখে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যেকোনো পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, এজন্য প্রতিবেশি দেশগুলোর মধ্যে দরকার শান্তি-সম্প্রীতি ও স্থিতিশীলতা। টেকসই উন্নয়ন নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সাথে বৈঠকের পর পাঁচদিনের সফর শেষে ৬ জুলাই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply