ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইউরোপিয়ানরা যদি ২০১৫ সালে সম্পাদিত পরমাণু সমোঝতা চুক্তি পুরোপুরি মেনে না চলে তা হলে ৭ জুলাইয়ের পর ইরানও এর সব শর্ত মেনে চলবে না।
তেহরানে বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে মন্ত্রিসভা শেষে এক সাক্ষাৎকারে রুহানি ওই মন্তব্য করেন। খবর আনাদোলুর।
রুহানি আরও বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আর ৩.৬৭ শতাংশে সীমাবদ্ধ থাকবে না।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ফ্রান্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বক্তব্যের জবাবে বলেছেন, ইউরোপিয়ানরা তাদের প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করে তার ওপর ভিত্তি করে ইরান নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে।
তিনি বলেন, আপনাদের যতক্ষণ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন, আমরাও ততক্ষণ আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব।
পরমাণু সমঝোতা থেকে ২০১৭ সালে আমেরিকা বেরিয়ে যাওয়ার এক বছর পর এ বছরের ৮ মে ইরান ঘোষণা করে, ইউরোপীয়দের পক্ষ থেকে পরমাণু সমঝোতা বাস্তবায়ন না করায় তার দেশ এ সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী এটির কিছু কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখবে।তেহরান ইউরোপীয় দেশগুলোকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে জানিয়ে দেয়, তারা যদি ইরানের তেল রফতানি ও ব্যাংকিং লেনদেন চালু সংক্রান্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, তা হলে ওই সময়সীমার পর আরও বেশি পদক্ষেপ গ্রহণ করবে তেহরান।
Leave a reply