সম্পর্কোন্নয়নের জন্য ইমরান খানকে ট্রাম্পের আমন্ত্রণ

|

দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরমান খানকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। দুই দেশের মধ্যে চলতে থাকা বৈরী সম্পর্ক উন্নয়ন করতে এ বৈঠক সাহায্য করবে বলে জানানো হয়।

তবে এ বৈঠকে সম্মতি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। এ মাসের শেষের দিকে ওয়াশিংটনে বৈঠকে বসবেন ইমরান খান।

গত বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কোটি কোটি ডলারের সহায়তা নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তান কিছুই করেনি।

এদিকে আফগানিস্তানে দীর্ঘদিন মার্কিন আধিপত্য বজায় থাকায় পাকিস্তান বিষয়টি ভালোভাবে নেয়নি।

ফেব্রয়ারিতে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত।

পাক পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ইমরান খান ওয়াশিংটনের পাঠানো আমন্ত্রণ গ্রহণ করেছেন। চলতি মাসের ২২ তারিখে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

এতে আরও বলা হয়, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে মনোযোগ দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply