আগামী তিন বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত, জাতীয় বাজেটকে সামনে রেখে বৃহস্পতিবার এক টুইটবার্তায় এ দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাঁচ ট্রিলিয়ন ডলার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে, শুক্রবার ভারতীয় পার্লামেন্টে পেশ করা হবে জাতীয় বাজেট। দ্বিতীয় দফায় সরকার গঠনের পর আজই প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে ক্ষমতাসীনরা।
২০১৯-২০ অর্থবছরে দেশটির আর্থিক প্রবৃদ্ধির হার ৬.৮ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হবে বলে আশাবাদ জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
তবে বাজেট পেশের আগেই প্রবৃদ্ধির আভাস নিয়ে সমালোচনা করছে বিরোধীরা। মোদি সরকারের প্রথম দফার মতোই প্রবৃদ্ধি আশানুরূপ হবেনা বলে শঙ্কা প্রকাশ করেন তারা।
Leave a reply