দ্বিতীয় দিনের মতো ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হচ্ছেন হজ যাত্রীরা। এখন পর্যন্ত ছয় হাজারেরও বেশি হজযাত্রী জেদ্দা পৌছেছেন।
দ্বিতীয় দিনে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ১৪টি ফ্লাইট রয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশের সাতটি ফ্লাইট ও সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট ছেড়ে যাবে। ইতিমধ্যে পাঁচটি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। বাকি ফ্লাইটগুলোও নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১ লাখ ২৭ হাজারেরও বেশি মুসল্লি।
এদিকে হজযাত্রীদের জন্য প্রথমবারের মতো ঢাকায় চালু হয়েছে সৌদি আরবের প্রি–অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম। সৌদি আরবে পৌছার পর যে ইমিগ্রেশন হওয়ার কথা সেটা মুসল্লিরা ঢাকাতেই সারতে পারছেন।
Leave a reply