ময়মনসিংহের নাসিরাবাদে সন্ত্রাসীদের জন্য আধুনিক আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব।
র্যাব ১৪’র অধিনায়ক জানান, গতরাত দেড়টায় নাসিরাবাদ কলেজ মাঠের পাশে মঈন উদ্দিন নামে এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় বাড়ির ভিতর বিশেষভাবে তৈরি গোপন কক্ষের সন্ধান পায় র্যাব। এই কক্ষটিতেই পিস্তল তৈরির কারখানা হিসেবে ব্যবহার হতো বলে ধারণা র্যাবের। পরে সেখান থেকে চারটি পিস্তল, সাত রাউন্ড গুলি, কমান্ডো নাইফ, চাপাতিসহ বেশকিছু ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় সোহেল নামের একজনকে।
Leave a reply