চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম শুকুর আলী। তিনি আলমডাঙ্গা উপজেলার মাজহাট গ্রামের দাউদ মন্ডল ছেলে। শনিবার সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা ট্রেন রুটের মোমিনপুর স্টেশনের অদূর থেকে তার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মোমিনপুর গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে শুকুর আলীর ট্রেনে কাটা পড়া মরদেহ দেখতে পাই। পরে খবর দেওয়া হয় জিআরপি পুলিশকে। খবর পেয়ে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জানান, রাতে খুলনা থেকে ঢাকা বা রাজশাহীগামী কোন একটি ট্রেনে কাটা পড়ে শুকুর আলী মারা যেতে পারে। স্থানীয় বাসিন্দারাও এমনইি তথ্য দিয়েছেন।
নিহত শুকুর আলীর ছেলে আসিফ জানায়, পারিবারিক অশান্তির কারণে বেশ কিছুদিন ধরে তারা বাবা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বাড়িতেও ঠিকমত রাত্রী যাপন করতেন না। শনিবার সকালে গ্রামের লোকজনের কাছে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যুর খবর পাই।
Leave a reply