খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

|

খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে চ্যারিটি মানব কল্যাণ সোসাইটি অব বাংলাদেশ। মানববন্ধনে বিশিষ্ট কলামিস্ট আবুল মকসুদ বলেন, যারা ভেজাল খাদ্য ও নকল ওষুধ প্রস্তুত করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যক্তিগত মুনাফার লোভে দেশের জনগনকে খাদ্যে ভেজালের মাধ্যমে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে। শুধুমাত্র খাদ্যে ভেজালের কারণে দেশে প্রতি বছর প্রায় ৩ লাখ লোক ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও কেমিক্যাল মিশ্রিত বা ভেজাল খাদ্যের কারণে বদ হজম, এলার্জী, অ্যজমাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তারা বলেন, এ ধরনের অপরাধে শুধু সাময়িক জেল-জরিমানাই প্রযোজ্য নয়, বরং বিশেষ ক্ষমতা আইনে তাদের মৃত্যুদ্ণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply