সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র পরিষদ।
বেলা সাড়ে এগারটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, শিক্ষা ব্যবস্থার সমস্যার কারণেই মেধা থাকার পরেও সরকারি চাকরিতে সুযোগ পাননি তারা।
বক্তারা বলেন, গত ৬ বছর ধরে পৃথকভাবে দেশব্যাপী কর্মসূচি চালিয়েও দাবির পক্ষে কোন প্রতিকার পাননি তারা। দাবি পূরণে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস দেয়া হলেও তা আলোর মুখ দেখেনি। এসময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
Leave a reply