অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শনিবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতে গেলে লাভ হবে ভারতের। তখন তারা শ্রীলংকার বিপক্ষে পয় পেলে নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে যাবে। আর অস্ট্রেলিয়া ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে যাবে।
তবে দক্ষিণ আফ্রিকা যদি জিতে যায় তাহলে ভারতের লাভ হলেও বড় ক্ষতি হয়ে যাবে টাইগারদের। তখন নয় ম্যাচে বাংলাদেশের সমান ৭ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সাতে চলে যাবে দক্ষিণ আফ্রিকা। আটে নেমে যাবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্কওরাম, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, ভেন দার ডুসেন, জেপি ডুমিনি, ডোয়েন পিটোরিয়াস, অ্যান্ডিল ফেহালুকাওয়ে, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও তাব্রিজ শামসি।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভেন স্মিথ, মার্কু স্টইনিস, গ্লেন মাক্সওয়েল, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিসেল স্টার্ক, জেসন বিহানড্রপ ও নাথান লায়ন।
Leave a reply