বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন সাকিব আল হাসান। শনিবারের আগে আট ম্যাচে ৬০৬ রান করে চলতি বিশ্বকাপে শীর্ষেই ছিলেন বাংলাদেশ দলের এ অলরাউন্ডার। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ও পাঁচটি ফিফটির ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ১১ উইকেট শিকার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
তার ব্যাটে-বলের নৈপুণ্যে সেমিফাইনালের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে হেরে সেমির আগেই বিশ্বকাপ মিশন শেষ করে টাইগাররা। বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে তিনটি ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব।
বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রত্যাশা ও পারফরম্যান্স নিয়ে শনিবার রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান।
সাকিবের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- জয়, পরাজয় কিংবা লড়াই; সব কিছুই আমরা কাঁধে কাঁধ মিলিয়েই করি। দল যখন ভালো করেনা ব্যক্তিগত অর্জনের মূল্য তখন কমে যায় অনেকটাই। বিশ্বকাপ জুড়ে দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।
ভালোবাসা ও দারুণ সমর্থন দিয়ে যারাই আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোটি হৃদয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে না পারায় স্বভাবতই হতাশ আমরা।
তবে, মনে রাখবেন আপনাদের স্বপ্নটাই আমাদের স্বপ্ন, আমরা নিজেদের সেরাটা দিয়ে জাতিকে গর্বের উপলক্ষ এনে দেয়ার চেষ্টা করেছি। কথা দিচ্ছি, জয়ের জন্য ভবিষ্যতেও আমাদের চেষ্টা থাকবে অব্যাহত। আশা করছি দারুণ পারফর্ম্যান্সে স্বপ্ন সত্যি করে সেদিন ঠিকই লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা।
এমন দারুণ একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসির সঙ্গে ধন্যবাদ দিতে চাই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেও। একবারও আমাদের মনে হয়নি আমরা বিদেশে রয়েছি।
সুসময় কিংবা দুঃসময়ে যে সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পাশে পাই আমরা, তাদেরকে আরও একবার ধন্যবাদ দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা।
Leave a reply