গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের আধাবেলা হরতাল

|

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ সারাদেশে আধাবেলা হরতালের ডাকেছে বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। আজ সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।

এরআগে গতকাল হরতালের সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পদযাত্রা করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ হরতালকে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপিসহ, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(বাংলাদেশ ন্যাপ), নাগরিক ঐক্য।

বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাবে। অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বামজোট হরতাল ডেকেছে।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা এটিই হবে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম হরতাল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply