প্রায় ১৮ হাজার কোটি টাকার মূলধন ঘাটতিতে রয়েছে ১০টি ব্যাংক। মার্চ মাস শেষে, এই ঘাটতি দেখানো হয়েছে। নতুন করে, এই তালিকায় যুক্ত হয়েছে রূপালী ব্যাংক। আগে থেকেই আছে, রাষ্ট্রায়ত্ত ৫টি এবং চারটি ব্যাংক।
ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন রাখতে হয়। খেলাপি ঋণ বাড়লে স্বাভাবিকভাবে মূলধন সংরক্ষণের প্রয়োজনীয়তা বাড়ে। ব্যাংকের মোট ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ অথবা ৪০০ কোটি টাকা হিসাব করে- এর মধ্যে যেটি বেশি, সে পরিমাণ মূলধন সংরক্ষণ করতে হয়।
গত ডিসেম্বর শেষেও, ১০ ব্যাংক মূলধন ঘাটতিতে ছিল, যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকা।
কয়েকটি ব্যাংক বিশেষ ছাড় পাওয়ায় সামগ্রিক মূলধন পরিস্থিতির উন্নতি হয়েছে। ব্যাংক খাতে মূলধন সংরক্ষণের হার ১১ দশমিক ৪১ শতাংশ।
Leave a reply