সিরিয়ায় বিদ্রোহীনিয়ন্ত্রিত ইডলিব প্রদেশে বিমান হামলায় অন্তত ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
প্রদেশটিতে সিরীয় সরকার ও তার মিত্র রাশিয়া যুদ্ধবিরতীর ঘোষণা দিয়েছিল। শনিবার তা উপেক্ষো করে বিমান হামলা চালানো হয়। খবর আনাদোলুর।
বিমান হামলার সঙ্গে ইডলিবের কাফের নাবিল, খান শেখুন, মুহামবাল, বিডামা, শারমিন ও আরিহা শহরে কামান দিয়ে গোলাবর্ষণও করা হয়।
এ হামলায় আরও অর্ধশত বেসামরিক লোকজন আহত হয়েছে। হামলার জন্য পশ্চিমারা আসাদ সরকারকেই দায়ী করছে।
২০১১ সাল থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদে আসাদ সরকারকে উৎখাতের জন্য সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।
Leave a reply