রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে সোবাহান মন্ডল নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জেলা শহরের নতুন বাজার এলাকার মা ও শিশু চক্ষু ক্লিনিকের মালিক আবু জাফর খানকে আটক করা হয়। আবু জাফর জেলা শহরের সজ্জনকান্দা গ্রামের ইসারত আলী খানের ছেলে।
সোবাহান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুয়াই মন্ডলের পাড়ার মৃত দবির মন্ডলের ছেলে।
আজ রোববার বিকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।
জানা গেছে, এক রোগীর চোখের অপারেশনের পর রাতে তার সাথে দেখা না করার বিষয় নিয়ে রোগীর স্বজন ও স্থানীয়রা সকালে ওই ক্লিনিকে যান এবং ক্লিনিকের কাগজপত্র ও চিকিৎসকের কাগজপত্র দেখাতে বলেন। তবে তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ওই সময় উত্তেজিত জনতা তাদের আটক ও উত্তম-মাধ্যম দেয়।
রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ওই দুইজনকে আটক করে জেলা প্রশাকের কার্যালয়ে নিয়ে যান। রোববার বিকালে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ কাগজপত্র না থাকা এবং পাবনার একটি ক্লিনিকে নাক ও কানের চিকিৎসক হিসেবে সরকারি মনোগ্রামসহ প্যাড ছাপানোর কারণে ভুয়া ডাক্তার সোবাহানকে ২০ হাজার টাকা জরিমানা করা করেন। সেই সাথে ক্লিনিক মালিকের কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য সময় দেয়া হয়।
Leave a reply