আইসিটি আইনের ৫৭ ধারা ‘সেভাবে’ ডিজিটাল সিকিউরিটি আইনে আসবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দু’টি আইনে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খসড়া নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভার আগে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি। আজ আইনটির খসড়া চুড়ান্ত হওয়ার কথা রয়েছে। প্রয়োজনীয় সংশোধন শেষে এটি সংসদে তোলা হবে।
প্রসঙ্গত, ডিজিটাল অপরাধ নিয়ে তদন্ত, অপরাধের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ এবং অপরাধীকে বিচারের আওতায় আনার মতো বিষয়গুলো নিয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট খসড়া তৈরির কাজ চলছে।
ইতোমধ্যে বিদ্যমান আইসিটি আইনের ৫৭ ধারা ও এর ব্যবহার নিয়ে মানবাধিকারকর্মী ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থাগুলির আপত্তি রয়েছে। অনেকের ধারণা, ডিজিটাল সিকিউরিটি আইনও মতপ্রকাশে একই ধরণের সমস্যা তৈরি করবে।
তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইসিটি আইনের ৫৭ ধারায় অপরাধের যে ধরন-সংজ্ঞা ছিল, ডিজিটাল সিকিউরিটি আইনে তা আরও স্পষ্ট করা হয়েছে। ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ধারা সম্পর্কে নতুন আইনে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে।
Leave a reply