বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপণের সুবিধাভোগী খেলাপিরা আগামী দুই মাস কোন ঋণ পাবেন না বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সকালে ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপণের বিষয়ে আপিল শুনানি শেষে এ নির্দেশ দেন আপিল বিভাগ। আদালত বলেন, বিশেষ শ্রেণিকে সুবিধা দেয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সরকারের উচিত ব্যাংকগুলোর পরিচালনায় সৎ লোক নিয়োগ নিশ্চিত করা।
আদালত বলেন, খেলাপি ঋণের টাকা এখনো সম্পূর্ণ আদায় করতে পারেনি ব্যাংকগুলো। পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। গ্রামের কৃষকদের বিরুদ্ধে সামান্য ঋণের জন্য মামলা হচ্ছে। তবে বড় বড় খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সরকার জানতে চায় আদালত।
Leave a reply