খুব শিগগিরই শ্রীলঙ্কা জাতীয় দল তাদের নতুন কোচ পেতে যাচ্ছে। ইতোমধ্যে দলের জন্য নতুন প্রধান কোচ, ব্যাটিং কোচ এবং বোলিং কোচের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
তথ্যমতে, হাথুরুসিংহের জায়গায় নেয়া হবে বিদেশি নতুন কোচ। তবে শ্রীলঙ্কার শুধু কোচিং স্টাফের সদস্য নন, চাকরি হারাতে পারেন নির্বাচকরাও। ক্রিকেট কমিটিতেও আসছে পারে বড় রদবদল। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনকে ক্রিকেট কমিটির প্রধান হিসেবে চান দেশটির ক্রীড়া বিষয়ক মন্ত্রী হারিন ফারনান্দো।
এদিকে চাকরি হারিয়ে হাথুরুসিংহে পুনরায় বাংলাদেশের কোচ হয়ে ফিরতে চান কিনা এ নিয়ে চলছে জোর গুঞ্জন। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিশ্বকাপের চলতি আসরে শ্রীলঙ্কার নাজুক পারফর্ম্যান্সের পরেও শ্রীলঙ্কা দলের কোচ হিসেবেই থাকতে চাচ্ছেন হাথুরুসিংহে।
যদিও শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে হাথুরুসিংহের চুক্তির মেয়াদ রয়েছে ২০২০ পর্যন্ত। সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি হাথুরুসিংহেকে বরখাস্ত করতে চায় তাহলে ক্ষতিপূরণ দিতে হবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় হাথুরুসিংহে ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্ক।
এর আগে, ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন চন্ডিকা হাথুরুসিংহে। শেন জার্গেনশেনের বদলি হিসেবে হাথুরুসিংহকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ২০১৭ সালে টাইগারদের কোচের দায়িত্ব ছেড়ে দেন তিনি।
Leave a reply