আজিমপুরে মসজিদের খাদেম হত্যায় প্রধান আসামি গ্রেফতার

|

রাজধানীর লালবাগের আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র মো. হানিফ জামে মসজিদের খাদেম হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেফতার করে।

পিবিআইয়ের ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ সাইফুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পরে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

গত বুধবার মেয়র মো. হানিফ জামে মসজিদের একটি কক্ষের বারান্দা থেকে হানিফ শেখের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হানিফের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে লালবাগ থানায় গত ৪ জুলাই একটি হত্যা মামলা করেন।

মামলার প্রধান আসামি সাইফুলের বাবার নাম শফিকুল গ্রাম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার মশাই গ্রামে।

মামলার অন্য আসামিরা হলেন- মসজিদের খাদেম ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালন্দী গ্রামের বাহার উদ্দিন (৫৫), খাদেম ও ময়মনসিংহ জেলার ফুলপুরের বাসিন্দা মো. ফরিদ আহমেদ (৪০) এবং নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ (৪৫)।

পুলিশ জানিয়েছে, নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ ঘাতক সাইফুলের পরিচিত। হানিফকে হত্যার পর তার লাশ গুম করার জন্য আজাদকে ফোন দিয়েছিল তিনি। পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply