সরকারের পক্ষ থেকে নতুন বছরের উপহার হিসেবে জানুয়ারি থেকে চালু হবে 4G সেবা। এমনটিই জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি আরও জানান, এ সংক্রান্ত গাইডলাইনের অনুমোদন দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদেরকে তারানা হালিম বলেন, 4G এর অধীনে ২০ এমবিপিএস স্পিড পাবেন গ্রাহকরা। তিনি আরও বলেন, সার্বিকভাবে 4G-তে সেবার মান উন্নত হবে। 3G এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভুলত্রুটি দূর করার চেষ্টা করা হবে বলেও মন্ত্রী জানান।
অবশ্য এর আগে একাধিকবার 4G চালু সংক্রান্ত ঘোষণা দেয়া হলেও তা সম্ভব হয়নি। সর্বশেষ গত সেপ্টেম্বরে তারানা হালিম বলেছিলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে, নভেম্বরের শেষের মধ্যে আমরা নিলাম শেষ করবো। আর ডিসেম্বরের মধ্যে ফোর-জি সুবিধা জনগণকে দিতে পারব।’
Leave a reply