বছরে ৪ কোটি মোবাইল আমদানি

|

প্রতিবছর দেশে চার কোটি মোবাইল ফোন আমদানি করা হয় বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার জাতীয় সংসদে ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ট্রেডিশনাল অর্থনীতি থেকে ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এখন দেশি-বিদেশি ১০টি কোম্পানি আমাদের দেশে হার্ডওয়্যার, সফটওয়্যার নির্মাণ করছে।

তিনি বলেন, প্রতিবছর আমাদের চার কোটি মোবাইল ফোন আমদানি করতে হয়। ডিজিটাল অর্থনীতির জন্য চারটি সেক্টরকে চিহ্নিত করা হয়েছে। প্রথমত হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস ও গবেষণা।

তিনি আরও বলেন, ১০ বছর আগে ডিজিটাল অর্থনীতির অবস্থা ছিল মাত্র ২৬ মিলিয়ন ডলার। সরকারের নানা পদক্ষেপের ফলে এখন আইটি সেক্টর থেকে এক বিলিয়ন ডলার রফতানি করছি।

ট্রেডিশনাল অর্থনীতির সঙ্গে ডিজিটাল প্রযুক্তি সম্পৃক্ততার মধ্য দিয়ে ধাপে ধাপে ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply