আইএস’র বিরুদ্ধে নতুন অভিযান শুরু ইরাকের সামরিক বাহিনীর

|

An Iraqi Army (IA) soldier signals for others to move forward onto an objective in a Baghdad Fighting School (BFS) led culminating activity at Taji Military Complex, Iraq, Jan. 20, 2019. The culminating activity is the final test for four IA battalions that have received 10 weeks of training from the BFS with oversight from Australian Army instructor assessors from Task Group Taji 8. The training enables the IA to continue operations against the threat of violent extremism and to prevent the resurgence of ISIS and its violent extremist ideology. (U.S. Army photo by Spc. Javion Siders)

ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএস’র বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী।

বিবৃতিতে জানানো হয় সিরিয়া সীমান্তবর্তী এলাকায় রবিবার থেকে এই অভিযান শুরু হয়।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আনবার এবং মসুল প্রদেশের বিভিন্ন এলাকায় চলছে এই অভিযান।

এরই মধ্যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক সফলতার পাওয়া গেছে বলে দাবী ইরাকি সামরিক বাহিনীর।

আইএস’র ঘাঁটি, প্রশিক্ষণ ক্যাম্প এবং একাধিক বাংকার ধ্বংস করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply