কাঠগড়ায় দাঁড়িয়ে বিষপান!

|

নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেঞ্চে আপিলের শুনানি চলছিল যুদ্ধাপরাধ মামলার। এক পর্যায়ে বিচারক ঘোষণা করেন, সাবেক সার্বিয়ান সেনা কমান্ডার স্লোবোদান প্রালজাককে (৭২) ২০ বছরের দণ্ড দেয়া হল।

এসময় দণ্ডিত প্রালজাক নিজের পকেট থেকে ছোট্ট বোতল বের করে ‘বিষ পান’ করেন। তখন তিনি চিৎকার করে বলছিলেন, ‘আমি যুদ্ধাপরাধী নই’।

১৯৯২ থেকে ৯৫ সালে বসনিয়ায় সার্বিয়ার যেসব সেনা কমান্ডার যুদ্ধাপরাধ সংগঠিত করেছিলেন তাদের বিচার চলছে এই আদালতে। বিষপানের পর তাৎক্ষণিকভাবে বিচারকার্য ওই দিনের জন্য মুলতবি করা হয়েছে।

সর্বশেষ, বিষপানের ৩ ঘণ্টা পর প্রালজাককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply