সুরমা নদীর পানি বিপদসীমার উপরে, সুনামগঞ্জ-তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন

|

সুনামসগঞ্জ প্রতিনিধি :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সুরমা নদীর ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৫১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে। রেকর্ড করা হয়েছে ১৪১ মি.মি. বৃষ্টিপাত। পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ-তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খুলা হয়েছে।
সুনামগঞ্জ সদর তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় প্রায় শতাধিক গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার জলাবদ্ধতার কারণে পানিবন্ধী হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। এসব গ্রামের আধা পাকা সড়ক পানিতে ডুবে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, লাগাতার বৃষ্টিপাত ও পাহাড়িল ঢলের কারণে সুনামগঞ্জের প্রধান নদী সুরমাসহ অন্যান্য নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

এদিকে ঢলের পানিতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের শক্তিয়ালখোলা নামক স্থানে পানি উঠে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর উপজেলা সড়কে বেশ কিছু জায়গা ঢলের পানি উঠে গেছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply