নারী ও শিশু নির্যাতন মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সময় এসেছে বলে হুশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সকালে রাজধানীর নিবন্ধন অধিদপ্তরে জেলা জজদের গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ হুশিয়ারি দেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়ার পর দ্রুতই বিচার শেষ করা হয়। তবে নারী ও শিশু নির্যাতন মামলার আসামিরা যেন জামিন না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
ইশ্বরদীতে ট্রেনে গুলির মামলার রায়ের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন, স্বাধীনভাবেই রায় দিয়েছে। খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে বলেন, তিনি যে অপরাধ করেছেন সেটা কোনোভাবেই জামিন যোগ্য নয়।
Leave a reply