সুনামগ‌ঞ্জে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

|

সুনামগঞ্জ প্র‌তি‌নিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যূ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাশিপুর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে বলে জানিয়ছেন জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম।

নিহতরা হলেন- ছাবিদুর রহমান চৌধুরী (৪৫) ও তার ছেলে অন্তর চৌধুরী (৯)। তাদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে।

এ ঘটনায় আহত ছাবিদুর রহমান চৌধুরীর কন্যা নৈশী চৌধুরীকে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে স্থানীয় একটি বিদ্যালয় থেকে ছাবিদুর রহমান চৌধুরী তার দুই সন্তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ভারি বর্ষণ হচ্ছিল। বাড়ির কাছাকাছি হেলিপ্যাড মাঠে আসা মাত্রই বজ্রপাতের শিকার হন তারা তিন জন। এতে ঘটনাস্থলেই ছেলে অন্তর চৌধুরী মারা যায়। আহত হন, বাবা ছাবিদুর রহমান চৌধুরী ও মেয়ে নৈশী চৌধুরী।

আশঙ্কাজনক অবস্থায় আহত দুই জনকে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছাবিদুর রহমান চৌধুরীর মারা যান।

ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, লাশ এখনো দাফন হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply