‘ফিনিশার’ হিসেবে তার খ্যাতির কথা সবাই জানে। ভারতীয় মিডিয়ায়ও এ নিয়ে জোর প্রচারণা চলে। ধারাভাষ্যকাররাও বারবার বলছিলেন, ধোনি হলেন ‘ফিনিশার’। অর্থাৎ, তিনি ক্রিজে থাকলে খেলার ফিনিশিংটা ভারতের পক্ষেই হয় বেশিরভাগ সময়। আজও তেমনটি হওয়ার সম্ভাবনা আছে।
তবে শেষ পর্যন্ত ভালোভাবে ফিনিশিং টানতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক। ৪৮ ওভার পর্যন্ত ক্রিজে থেকেও শেষ পর্যন্ত নিজ দলকে টুর্নামেন্ট থেকে ‘ফিনিশ’ হতে দেখতে হলো। ভারত ১৮ রানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে।
চলতি বিশ্বকাপে মিডল ওভারে নিজের অতিরিক্ত সতর্ক অবস্থানের জন্য দর্শকদের ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন ধোনি। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে যখন দল ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, টুইটারে তখন ভক্তরা প্রশ্ন ছুড়তে থাকেন, ধোনি কোথায়?
গত কয়েক ম্যাচে তার রান রেট নিয়ে প্রশ্ন উঠেছে। আজও প্রয়োজনীয় সময় জ্বলে উঠতে পারেনি নিজের মহিমায়। ৫০ রান করলেও ছিলেন অনেক ধীর গতি। অবশ্য রবিন্দ্র জাদেজার সাথে ইনিংসের সবচেয়ে বড় জুটিটা তিনি গড়েন।
Leave a reply