জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনাসহ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামে পানি ঢুকে প্লাবিত হয়েছে।
এছাড়া পানি বৃদ্ধির ফলে বেশ কিছু এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন তীরবর্তী এলাকার মানুষরা। ভাঙনে গত ১৫ দিনে বিলিন হয়েছে সুন্দরগঞ্জ, সদর ও ফুলছড়ি উপজেলার অন্তত পাঁচ শতাধিক বসতভিটে, আবাদি জমি, গাছপালাসহ বিভিন্ন ফসলের জমি।
এদিকে, টানা বৃষ্টির কারণে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষরা।
বর্তমানে কয়েক গ্রামের দুই শতাধিক পরিবারের বসতভিটেয় পানি উঠেছে। এতে রান্না, খাওয়া ও চলাফেরায় অনেক কষ্ট পোহাতে হচ্ছে তাদের। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন গৃহপালিত গরু, ছাগল ও হাঁস-মুরগি নিয়ে।
Leave a reply