আদিল রশিদের জোড়া আঘাতে আরও চাপে অস্ট্রেলিয়া

|

চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে এই মুহুর্তে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। যেখানে টস জিতে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা।

শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠায় ইংল্যান্ড। দলীয় ১০ রানের মাথায় দুই ওপেনারই ফিরে যান। অজি শিবিরে প্রথম আঘাত আনেন আর্চার। নিজের প্রথম ওভারে ব্যক্তিগত শূন্য রানে ফেরান ইনফর্ম ফিঞ্চকে।

পরের ওভারে ওকস স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন ওয়ার্নারকে। ওয়ার্নার ১১ বলে ৯ রান করেন।  ক্রিস ওকসকে সামাল দিতে পারেননি আরেক অজি ব্যাটসম্যান হ্যান্ডসকম্ব।

মাত্র ৪ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর অজিদের হাল ধরেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। দুজন মিলে শতরানের জুটিও গড়েন। তবে সে জুটি ভাঙেন আদিল রশিদ।

অর্ধশতকের আগেই ক্যারিকে বিদায় করেন আদিল রশিদ। একই ওভারে স্মিথকে সঙ্গ দিতে আসা স্টয়নিসকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আদিল রশিদ। তার জোড়া আঘাতে আবারো চাপে পড়ে অজিরা। 

এরপর আর্চারির বলের আঘাতে ম্যাক্সওয়েলও ফেরেন সাজঘরে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৫৯ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply