পর্তুগালের মাদিরা দ্বীপে বিশালাকার এক গাছ উপড়ে পড়ে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। আহত হয়েছে অর্ধশত।
দ্বীপটির প্রধান শহর ফানচাল এ ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব নসা সেনহোরা দ্য মন্টে ফেস্ট্যিভাল চলার সময় এ দুর্ঘটনা ঘটে। অনুষ্ঠান চলার সময় সমবেত মানুষের ওপর উপড়ে পড়ে ২শ’ বছরের পুরনো একটি ওক গাছ। ঘটনাস্থলেই প্রাণ যায় অনেকের। নিহতদের বেশিরবভাগই বিদেশি নাগরিক। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে দ্বীপটিতে।
উত্তর আটলান্টিক মহাসাগরে পতুগিজের মূল ভূমি থেকে দক্ষিণ-পশ্চিমে মাদিরা দ্বীপের অবস্থান। পর্যটনকেন্দ্র হিসেবে ইউরোপীয় পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় মাদিরা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply