লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কাজল হোসেন (১২) নামের এক প্রতিবন্ধী শিশুর মুত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের রৌসন আলী বেপারী বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাজল একই এলাকার দুলাল মিয়ার মানসিক প্রতিবন্ধী ছেলে।
স্থানীয়রা জানায়, তিন মাস আগে রায়পুর পল্লীবিদ্যুৎ এই এলাকায় নতুন সংযোগের কাজ করে লাইন দিয়েছে। শুক্রবার সকালে ঝড়-বৃষ্টি ছাড়াই তার ছিঁড়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় এলাকারবাসীর প্রথমে রাখালিয়া কেন্দ্রে অভিযোগ করেও কোন লোক না আসায় রায়পুর পল্লীবিদ্যুৎ অফিসে খবর দেন। পরে সকাল সাড়ে ৮ টার দিকে বিদ্যুতের ওই ছেঁড়া তারে জড়িয়ে প্রতিবন্ধী কাজলের মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য নিহতের স্বজনরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলাকে দায়ি করেছেন।
রায়পুর থানার ভারপাপ্ত কর্মকর্তা তোতা মিয়া জানান, বিদ্যুতের তার জড়িয়ে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply