কয়েকদফা বাঁধা-বিপত্তির কারণে গতিপথ পাল্টাতে বাধ্য হলো ‘এয়ার কানাডা’র একটি ফ্লাইট। বৃহস্পতিবার, হাওয়াই’তে অবতরণ করে যাত্রীবাহী বিমানটি।
‘বোয়িং ৭৭৭-২০০’ বিমানটিতে এসময় ছিলেন ২৮৪ জন আরোহী। ভ্যানকুভার থেকে সিডনির উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি। কিন্তু যাত্রাপথে নানা সংকটের মুখে পড়তে থাকে এটি।
তীব্র ঝাঁকুনিতে বিমানের ছাদ ও জানালায় আঘাত লেগে আহত হন ৩৭ আরোহী। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিমানটি নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এদের মাঝে ৯ জন গুরুতর আহত।
অস্ট্রেলিয়াগামী অন্য ফ্লাইট না পাওয়া পর্যন্ত হাওয়াই’র বিভিন্ন হোটেলে রাখা হয়েছে বিমান যাত্রী ও ক্রুদের। গত একবছরে বড় দু’টি দুর্ঘটনায় কয়েকশ’ প্রাণহানি হওয়ায় ভাবমূর্তি সংকটে পড়েছে মার্কিন বিমান প্রতিষ্ঠান- বোয়িং।
Leave a reply